বার্ষিক প্রতিযোগিতা ২০২৩

 

রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসার ছাত্রী পাঠাগার 
হযরত আয়শা সিদ্দীকা রা পাঠাগার
কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপি বার্ষিক প্রতিযোগিতার নানা রকম কার্যক্রম



বার্ষিক প্রতিযোগিতা ২০২৩ এর সমস্ত বিষয়





ছাত্রীদের মাঝে সাধারণ ঘোষণা দেওয়া হয় যে আমাদের আসন্ন বার্ষিক প্রতিযোগিতায় কি কি বিষয় থাকছে এবং আমাদের বার্ষিক অনুষ্ঠানটি কি কি কার্যক্রমের মধ্য দিয়ে সমাপ্ত হবে এরই একটি খসরা করে ছাত্রীদের মাঝে ঘোষণা করা হয়। 



ছাত্রীদের জন্য মানসম্মত পুরস্কার















ছাত্রীদের মেধা বিকাশের জন্য আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে মানসম্মত পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
যাতে করে প্রতিযোগিতার প্রতি ছাত্রীদের আকর্ষণ বৃদ্ধি পায়।
১ম, ২য় ও ৩য় পুরস্কার সহ ৫ জন পর্যন্ত সান্তনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যা ছাত্রীদের মাঝে পরবর্তীতে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরী করেছে।






পুরস্কার বিতরণী


ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাদরাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা হাফেজ তাওহীদুল ইসলাম সাহেব দা. বা. , মাদরাসার সম্মানিত সেক্রেটারী হাজী আবদুল মালেক শেখ সাহেব এবং মাদরাসার সম্মানিত নাযিমে তা'লিমাত মুফতী সা'দ সা'দী মোল্লা সাহেব দা. বা. আরো উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ
আমাদের সম্পর্কে আরো জানতে এখানে ক্লিল করুন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url