রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসার খতমে বুখারী ১৪৪৪/৪৫ হিজরী


 রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসা এর ১৪৪৪-১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের খতমে বুখারী শরীফ উপলক্ষে বিশেষ দু’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারিখ: ২১ জানুয়ারী ২০২৪, রবিবার, বাদ মাগরিব। স্থান: মাদরাসা মিলনায়তন।
মুহাদ্দিসিনে কিরামের অভিমত, হাদীসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বরকতময় কিতাব সহীহ বুখারী শরীফের খতম শেষে দু’আ কবুল হয়।

সমাপনী দরস প্রধান করছেন শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মাহফুজুল হক দা. বা.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url