১৪৪৪/১৪৪৫ শিক্ষাবর্ষের খতমে বুখারী শরীফ উপলক্ষে দু'আ অনুষ্ঠান
মুহতারাম,
রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসা এর ১৪৪৪-১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের খতমে বুখারী শরীফ উপলক্ষে বিশেষ দু’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারিখ: ২১ জানুয়ারী ২০২৪, রবিবার, বাদ মাগরিব। স্থান: মাদরাসা মিলনায়তন।
রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসা এর ১৪৪৪-১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের খতমে বুখারী শরীফ উপলক্ষে বিশেষ দু’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারিখ: ২১ জানুয়ারী ২০২৪, রবিবার, বাদ মাগরিব। স্থান: মাদরাসা মিলনায়তন।
মুহাদ্দিসিনে কিরামের অভিমত, হাদীসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বরকতময় কিতাব সহীহ বুখারী শরীফের খতম শেষে দু’আ কবুল হয়।
মাদরাসার একজন শুভাকাঙ্খী হিসেবে আপনাকে উক্ত মহতী অনুষ্ঠানে বিশেষভাবে দাওয়াত পেশ করছি।
আশা করি যথাসময় স্ব-বান্ধব তাশরীফ এনে বরকতপুর্ণ অনুষ্ঠানকে কাবিয়াব করবেন।
আরজগুজার
মাওলানা তাওহীদুল ইসলাম
মুহতামিম- অত্র মাদরাসা
মুহতামিম- অত্র মাদরাসা