ভর্তি সংক্রান্ত জরুরী জ্ঞাতব্য বিষয় সমূহ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিশু শ্রেণী হতে দাওরা হাদীস ও নাযিরা বিভাগে ভর্তি করা হচ্ছে।
১৩ ফেব্রুয়ারি ২৪ এর মাদরাসা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য

ভর্তি, খানা ও বেতনের নির্ধারিত টাকা নিম্নরুপ:

  • নতুন/পুরাতন ছাত্রীদের ভর্তি ফি ২৮০০/- টাকা।
  • আবাসিক এবং অনাবাসিক ছাত্রীদের মাসিক বেতন ৬০০/- টাকা। ১২ মাস দিতে হবে।
  • আবাসিক ছাত্রীদের প্রতি মাসে খানা বাবদ ২৪০০/- টাকা।
  • বেতন ও খানা বাবদ প্রতি মাসে মোট= ৩০০০/-

ভর্তি হতে যা প্রয়োজন:-

  • ভর্তির সময় ছাত্রী ও তার প্রকৃত অভিভাবককে মাদরাসায় উপস্থিত হতে হবে।
  • ফেল করা ছাত্রীকে উপরের জামাতে ভর্তি করা হবে না।
  • নতুন ছাত্রীর ক্ষেত্রে পাশের মার্কশিট দেখাতে হবে অথবা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৪৪
  • ভর্তির সময় ছাত্রীর জন্ম সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।
  • আবাসিক ছাত্রীদের ভর্তির সময় এক মাসের খানা-বেতন ৩০০০/- টাকা অগ্রিম জমা দিতে হবে।
  • খানা বেতনের টাকা প্রতি চলতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে অগ্রিম প্রদান করতে হবে।
  • আবাসিক ছাত্রীদের প্রয়োজনীয় ট্রাংক, আলমারী ও বেডিং কর্তৃপক্ষের নির্ধারিত সাইজে বানাতে হবে অন্যথায় কোন ভাবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না এবং নিজ দায়িত্বে ফেরত নিতে হবে।

আসবাব পত্রের মাপ:-

আলমারীর সাইজ: ১ জনের জন্য উচ্চতা-৩ ফুট, দৈর্ঘ-২ ফুট ও প্রস্থ-১৫ ইঞ্চি। ২ জনের জন্য=উচ্চত-৩ ফুট, দৈর্ঘ-২ ফুট ও প্রস্থ-১৫ ইঞ্চি। ট্রাংক: ২ ফুট ও একটি স্কুল ব্যাগ। বালতি, প্লেট ও প্রয়োজনীয় লেবাস-পোষাক। পাতলা তোষক: দৈর্ঘ্য- ৫ ফুট ও প্রস্থ ২ ফুট ও ১টি বালিশ।

মাদরাসা খোলা: ১৭ এপ্রিল ২০২৪ রোজ: বুধবার ক্লাস শুরু: ২৪ এপ্রিল ২০২৪ রোজ: বুধবার

ভর্তি শুরু হবে ১ লা রমযান ১৪৪৫। হিজরী থেকে
দূর-দূরান্তের ছাত্রীদের মোবাইলে আলোচনা সাপেক্ষে বিকাশে টাকা পাঠিয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে।

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে:

  • মুফতি সা'দ সা'দী মোল্লা- নাযিমে তা'লিমাত- ০১৯৩০-১৭৬৬৫৪
  • মাওলানা নুরুল ইসলাম সামির অফিস সহকারী- ০১৯৫৮-৪৪৪৪০৪
  • মাদরাসা অফিস- ০১৯৫৮-৪৪৪৪০০

আমাদের নির্মাণাধীন ৩য় তলা ভবনের কাজ চলমান। অতএব, সর্বস্তরের দানশীল ভাই-বোনদের মুক্ত হস্তে দান করার অনুরোধ রইলো।

সার্বিক যোগাযোগ:
মাওলানা তাওহীদুল ইসলাম প্রিন্সিপাল: অত্র মাদরাসা
 ০১৯১১-৮৯২৩৪০ ০১৭২০-৯৪২২২২ (bKash)








 

No Comment
Add Comment
comment url