আকুল আবেদন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

ধর্মপ্রান মুসলিম ভাই-বোনদের প্রতি আকুল আবেদন

মুহতারাম/মুহতারামা 

আল্লাহ্ তা’য়ালার মেহেরবানী ও সকলের নেক দোয়ায় আপনাদের শ্রম ও অর্থে পরিচালিত প্রাণপ্রিয় খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী রাহেলা বেগম আদর্শ মহিলা মাদ্রাসাটি সুদক্ষ কমিটি দ্বারা সূচারুভাবে পরিচালিত ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা নূরাণী মক্তব ও কিতাব বিভাগের ইবতেদাইয়্যাহ্ জামাত (৫ম শ্রেণী) হতে দাওরায়ে হাদীস (মাষ্টার্স ডিগ্রী) পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ্ খুব সুন্দর ভাবে চলছে। মাদরাসার লিল্লাহ্ ফান্ড থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের ফ্রি খানা, কিতাবাদী, চিকিৎসা ও পোষাক পরিচ্ছদসহ যাবতীয় দেওয়া হয় এবং ছাত্রী সংখ্যা বর্তমানে অনেকগুন বেড়ে গেছে ফলে ব্যয় ভার পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া চলতি শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানটি আরো উন্নতমানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রীদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। এই ধারায় অব্যহত রাখতে এবং আরো গতিশীল ও উন্নত করতে পূর্বের ন্যায় মাদ্রাসা এখন আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছে। উল্লেখ্য এ বিশাল ব্যয় বহুল প্রতিষ্ঠানটি সরকারী বা দেশী-বিদেশী কোন সংস্থার সহযোগীতা ছাড়াই শুধুমাত্র ধর্মপ্রাণ মুসলমানদের সাহায্য সহযোগিতা ও নেক দোয়ার বরকতে চলে আসছে। অতএব, এই মাদরাসাটি আপনার যে কোন দানের একটি উৎকৃষ্ট ক্ষেত্র। তাই আপনার যাকাত, ফেতরা, মান্নত, কোরবানীর চামড়া বা উহার মূল্য, মাসিক চাঁদা, বদরীন চাঁদা এককালীন দান অথবা অন্য যে কোন দানের মাধ্যমে আপনি ও আপনার আতœীয়-স্বজন কোরআন-হাদীস এবং রাসূল (সা.) এর মেহমানদের খেদমতে এগিয়ে আসতে পারেন যা আপনার জন্য ছদকায়ে জারিয়া হিসেবে ইহকাল ও পরকালে কাজে আসবে, ইনশাআল্লাহ। আল্লাহ্ পাক আপনাকে তাওফীক দান করুন। আমীন। 


আরজগুজার-

মাদ্রাসার নির্বাহী কমিটির পক্ষে
মাওলানা তাওহীদুল ইসলাম
প্রিন্সিপাল অত্র মাদরাসা।
মোবাই্লঃ ০১৭২০-৯৪২২২২/০১৯১১-৮৯২৩৪০ (বিকাশ)

মাদ্রাসার একাউন্ট নাম্বারঃ অগ্রণী ব্যাংক লিমিটেড, হাসাইল বাজার শাখা- 
সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০৬১৮২৩৩৩।


No Comment
Add Comment
comment url